Checks and Balances এর ভিত্তিতে সংবিধান সংশোধন আমাদের প্রধান দাবী।
উন্নত বিশ্বের প্রতিটা দেশেই Checks and Balances এর ভিত্তিতে রাস্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশ গুলোতে Checks and Balances পদ্ধতি না রেখে স্বৈরতন্ত্র / রাজতন্ত্র / পরিবারতন্ত্র কায়েমের চেস্টা করা হয়। এর ফলে স্বৈরতন্ত্রী সরকার গুলো লুটপাট করে ব্যাক্তিগত ক্ষমতা বাড়িয়ে নেয়ার চেস্টায় মত্ত থাকে। এরই ধারাবাহিকতায় বিগত আওয়ামীলীগ / বিএনপি সরকারের শীর্ষ নেতা, ছোট নেতা, আমলারা কানাডা আমেরিকা সুইশব্যাংক মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে।
তাই আমাদের দাবী,-
বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা হোক।
রাজনীতি আয়ের উৎস, এই প্রথা বন্ধ করা হোক।
প্রতিজন সরকারী কর্মচারীর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরন দাখিল এর ব্যাবস্থা করা হোক।
রাস্ট্রের প্রতিজন নাগরিকের স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরন রাখার ব্যাবস্থা রাখতে হবে।
প্রতি বছর সম্পত্তি হ্রাস/বৃদ্ধির যৌক্তিকতা যাচাই করতে হবে।
দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে।
দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি তদন্ত করার জন্য আলাদা কমিটি গঠন করতে হবে।